ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সেফটি ট্যাংক থেকে অর্ধগলিত অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকনী ইউনিয়নের দাদরা গ্রামে এ অর্ধ গলিত অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেবের বাড়ির পাশে নির্মিত একটি বাথরুমের সেফটি ট্যাংক থেকে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে স্থানীয় থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় নারীর মরদেহটি উদ্ধার করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে লাশটি এখানে গুম করা হয়েছে। তার পরনে ছিল সেলোয়ার কামিজ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়া দিন বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।এই ঘটনায় এলাকা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।