কেএমপি’র হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কস্থ জিরোপয়েন্ট হোটেল রুচির সামনে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১লা
জুলাই বেলা ১ ঘটিকার সময় আসামী মোঃ ওমর ফারুক (৩৫), পিতা-মোঃ মশিবর ঢালী, সাং-পুষ্পকাটি ৩ নং ওয়ার্ড কুলিয়া ইউনিয়ন, থানা- দেবহাটা, জেলা-সাতক্ষীরা জিরোপয়েন্ট মোড়ে রুচি হোটেলের সামনে সাতক্ষীরা টু ঢাকা ইমাদ পরিবহণ থেকে নেমে একটি কাধে ঝুলানো ব্যাগ নিয়ে সন্দেহ জনক ভাবে গল্লামারীর দিকে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী কালে সে তার কাধে ঝুলানো ব্যাগের মধ্যে হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ২ টি প্যাকেটে ৯৫ টি নীল রংয়ের জিপার প্যাকেটের মধ্যে সর্বমোট ১৯,০০০ (উনিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট,যার অবৈধ বাজার মূল্য
৫৭,০০,০০০/-টাকা বের করে দয়ে। পরবর্তীতে উক্ত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম একই তারিখ ১৩.৩০ ঘটিকার সময় ঘটনাস্থলে জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই সংক্রান্তে হরিণটানা থানার মামলা নং-০১। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(গ) রুজু করা হয়েছে।