ময়মনসিংহ নগরীর গুলকিবাড়িতে ডিভোর্সি তুই কে হত্যার পর স্বামী নিজে আত্মহত করেছেন।
আজ১জুলাই মঙ্গলবার ভোরে বোরকা পড়ে কাজের মেয়ে সেজে বাসায় প্রবেশ করে নিজের কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ডিভোর্সী স্ত্রী দুই সন্তানের জননী রওশন আক্তারকে (৪২) ছুরিকাঘাত করে হত্যার পর প্রবাসী স্বামী রাকিবুল করিম রাকিব(৫০) নিজে ও আত্মহত্যা করেছে।
নেত্রকোনা রাজুর বাজার এলাকায় গৃহবধূ রৌশন আক্তারের বাড়ি এবং ঘাতক রাকিবের বাড়ি নগরীর সানকিপাড়া এলাকায় বলে জানা গেছে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছেন রৌশন আক্তারের দুটি মেয়ে রয়েছে বড় মেয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। গৃহবধূ রওশন ডিভোর্সের পর দুই মেয়েকে নিয়ে নগরীর গোলকি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো।
ঘাতক রাকিব দীর্ঘদিন দুবাই বসবাস করতঃ গত কয়েকদিন আগে দেশে ফিরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটিয়েছে।
স্বামী স্ত্রী র লাশ উ-দ্ধার করে
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) মোঃ আব্দুল্লাহ আল মামুন। ময়মনসিংহের গুলকিবাড়ী এলাকায় স্বামী স্ত্রী ২ জনের লা* শ পাওয়ার বিষয়ে ব্রিফিং করেছেন।