ডিমলায় জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মোফাজ্জল হোসেন মোফা নামের একজন নিহত হয়েছেন । এ ঘটনায় ডিমলা থানায় ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র মোফাজ্জল হোসেন মোফা ( ৫৭) গত গত ৩০ জুন সোমবার বিকাল ৫ টার দিকে একই গ্রামের প্রতিবেশী মৃত সিরাজুল ইসলামের ছেলে নাঈম ( ২২) এর জমি সীমানা নির্ধারণ করা হয় । উক্ত জমির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে নাঈম ও তার লোকজন মোফাজ্জল হোসেন মোফাকে বুকে আঘাত সহ বেধড়ক মারপিট করলে মোফাজ্জল হোসেন মোফা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ মোফাজ্জল হোসেন মোফার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মরগে প্রেরণ করেছে। এ ঘটনায় মোফাজ্জল হোসেন মোফার ছেলে শাহজাহান আলী বাদী হয়ে ৬ জনের নামে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারিনি।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘটনায় জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তাং-০১/০৭/২৫ ইং।