Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

“ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে” গাংনী ওয়ার্ড বিএনপি অফিসের সামনে চিরকুট উদ্ধার।

Link Copied!

 

মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া গ্রামের ওয়ার্ড বিএনপি অফিসের সামনে থেকে ২টি বোমা সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৬ জুন-২০২৫ সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।
স্থানীয়রা জানান, নওদা বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও একটি কালো টেপে মোড়ানো ২টি অজ্ঞাত বস্তু পড়ে থাকতে দেখা যায়, সেগুলো দেখতে বোমার মতো মনে হওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ্য বস্তু ২টি উদ্ধার করে,সঙ্গে একটি চিরকুটও পাওয়া গেছে।
গাংনী থানার এস আই আব্দুল করিম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ্য বস্তু ২টি উদ্ধার করা হয়েছে, সেগুলো থানায় নেওয়া হয়েছে, বিষয়টি যাচাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চিরকুটে লেখা আছে- শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে, আমরা জায়গার মাল জায়গাতেই আছি, “ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে”।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে, উদ্ধার করা বস্তুগুলো পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে,পুলিশ ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।