Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের মামলার আসামি অকিল আটক।

Link Copied!

নওগাঁ জেলার সাপাহার উপজেলার চাঞ্চল্যকর প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার মুল আসামী অকিল (২২) কে সাপাহার উপজেলার দিবর দিয়ারা পাড়া এলাকা থেকে আটক করেছে র‌্যাব-৫,

সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস অভিযানিক দল। ২৫ জুন গোপন তথ্যের ভিত্তিতে -৫, সিপিসি-৩ এর অভিযানিক দল নওগাঁ জেলার সাপাহার উপজেলার দিবর দিয়ারা পাড়া এলাকা থেকে তাকে আটক করেন। আটককৃত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহার নামীয় মূল আসামী অকিল (২২)

সাপাহার উপজেলার তিলনী (শিশপুকুর) গ্রামের এমদাদুল হকের ছেলে। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদককে মামলার সুত্রে জানায়,

(২০) বছর বয়সী ভিকটিম নারী জন্মলগ্ন থেকে মানসিক প্রতিবন্ধী। ভিকটিম নারীর ২/৩ মাস যাবৎ পিরিয়ড বন্ধ থাকার কারনে ভিকটিমের মা তাকে গত ১০ এপ্রিল নওগাঁর সাপাহারে দি পপুলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।

এক পর্যায়ে প্রেগন্যান্সি পরীক্ষা করে ভিকটিম নারী সারে ৩ মাসের অন্তঃসত্তা হওয়ার বিষয়টি জানতে পারেন। এর পরই ভিকটিম নারীর মা ভিকটিম (মেয়েকে) জিজ্ঞাসাবাদ করলে ভিকটিম জানান যে, গত ১৫/১২/২০২৪ তারিখ থেকে ৩০/১২/২০২৪ তারিখের মধ্যে কোন একদিন ভিকটিম নারী প্রতিবেশী অকিল এর বাড়ীতে তার মায়ের সাথে দেখা করার জন্য গেলে ঐ সময় বাড়িতে মা না থাকার সুযোগে অকিল তাকে তার রুমে নিয়ে ভিকটিম প্রতিবন্ধী নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেন।

এঘটনায় প্রতিবন্ধী (ভিকটিম) নারীর পিতা নজরুল ইসলাম বাদী হয়ে সাপাহার থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নং-১৫ তারিখ ১৪/০৪/২০২৫ ধারাঃ ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)। এরপর থেকে আসামী পলাতক থাকায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর আভিযানিক দল বর্ণিত মামলার অকিল কে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

অতঃপর র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর আভিযানিক দল বুধবার ২৫ জুন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলাধীন সাপাহার থানাধীন দিবর দিয়ারা পাড়া এলাকা থেকে পলাতক থাকা আসামী মোঃ অকিল (২২)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।
নওগাঁ #