Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের মোংলায় কলেজ ছাত্রীকে অপহরণ, ধরা ছোঁয়ার বাইরে আসামী।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
জুন ২৬, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোংলায় নিজ বাসার সামনে থেকে অর্থী মন্ডল (১৭) নামের এক কলেজ ছাত্রীকে অপহরণ, মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে আসামী।

এ ঘটনাটি ঘটেছে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড এলাকায়। এ ঘটনায় অপহৃত কলেজ ছাত্রীর চাচা (কাকা) সবুজ মন্ডল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এ মামলায় জয় মন্ডল (২৫) নামের এক তরুণকে প্রধান আসামি করে এবং বিনয় মন্ডল (৩০), দীপিকা মল্লিক (৪৫), মিহির বিশ্বাস (৫০), তরুন মন্ডল (২৫) নামের ব্যক্তিদের আসামি করা হয়েছে। এমামলাভুক্ত সবার বাড়ি মোংলা উপজেলার বিভিন্ন এলাকায়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর ভাতিজি স্থানীয় একটি কলেজে পড়াশোনা করেন। কলেজে যাতায়াতের পথে প্রথম আসামী জয় মন্ডল বাদীর ভাতিজিকে প্রায় সময় উত্যক্ত করতো। এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে জয় মন্ডলের পরিবারের সদস্যদেরকে অবগত করা”সহ উত্যক্ত না করার জন্য বলে দেওয়া হয়।

এতে করে করে জয় মন্ডল ক্ষিপ্ত হয়ে মামলার অপর আসামীদের যোগসাজশে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক রাত সাড়ে ৮’টার দিকে বাদীর ভাতিজিকে নিজ বাসার সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার’সহ অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।