Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে বিএনপির কমিটিতে আসতে আওয়ামী লীগ নেতা আবুল কালাম খন্দকারের দৌড়ঝাঁপ।

স্টাফ রিপোর্টার:-
মে ২৭, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবুল কালাম খন্দকার বিএনপির কমিটিতে আসতে দৌড়ঝাঁপ চালাচ্ছে বলে অভিযোগ করেন ষোলনল ইউনিয়ন বিএনপির একাধিক নেতা।
জানা যায়, খন্দকার কালাম ছিলেন ষোলনল আওয়ামী লীগের ডোনার। ক্ষমতায় থাকা অবস্থায় তিনি আওয়ামী লীগের একাধিক গ্রুপের সাথে কাজ করেন। আওয়ামী লীগের নির্বাচনী কমিটি থেকে শুরু করে দলীয় সব কিছুর সাথে তিনি জড়িত ছিলেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া ফেইসবুকেও আওয়ামী লীগের এমপি আবু জাহের, আব্দুল মতিন খসরু সহ একাধিক নেতার সাথে ছবি পোস্ট করেন। প্রয়াত আওয়ামী লীগের এমপি এড আবুল হাসেম খানের মেয়ে ব্যারিস্টার নাজিয়া হাসেম তানজিকে আওয়ামী লীগের সংসদীয় নারী আসনের এমপি চেয়ে ফেইসবুকে পোস্ট করেন।
ষোলনল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ বলেন, বিগত ১৭ বছর উনাকে বিএনপির কোন মিছিল, মিটিং এ দেখা যায় নাই।সে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত।
উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন বলেন, কালাম খন্দকার বিগত দিনে সরাসরি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং সে আওয়ামী লীগের চিহ্নিত ডোনার ছিল। এইরকম লোক বিএনপিতে আসার প্রশ্নই উঠে না।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন ভূঁইয়া বলেন, উনি আমাদের এলাকার লোক,আদর্শগত ভাবে উনার রাজনৈতিক অবস্থান বিএনপির বিপরীতেই ছিল।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক,বর্তমান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামাল হোসেন বলেন, যে ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলো না সেই লোক কমিটিতে আসে কিভাবে?এ ধরনের লোক কমিটিতে আসলে ত্যাগী নেতাকর্মীদের কি করবে? বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল আশা করি এমন ভুল করবে না।
বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি এটিএম মিজানুর রহমান বলেন, এ রকম চিহ্নিত আওয়ামী লীগের লোক কমিটিতে আসার প্রশ্নই আসে না। এ ধরনের লোক যেন কোন কমিটিতে আসতে না পারে সে জন্য দায়িত্বশীল নেতাদের সাথে আলোচনা করবো।