Crime News tv 24
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে ছয় লক্ষাধিক টাকার বিদেশি পণ্য ও মাদকদ্রব্য আটক।

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি:-
মে ১৪, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর বেনাপোল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মধ্যে রয়েছে বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিকস।

বুধবার (১৪ মে) ৪৯ বিজিবির কাশিপুর ও বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল এসব এলাকায় একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মালামাল জব্দ করে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক করা মালামালের বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ১৫ হাজার ৭৬০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসব পণ্য আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বেনাপোল প্রতিনিধি জিয়াউর রহমান
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১