Crime News tv 24
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লালমাইয়ে রহস্যজনকভাবে গায়েব স্কুলের সরকারি সৌর লাইট!

Link Copied!

সাবেক স্কুল কমিটির গাফিলতি নিয়ে উঠছে প্রশ্ন লালমাই উপজেলার রহমতআলী মিয়াজী উচ্চ বিদ্যালয়ে স্থাপিত সরকারি সৌর বিদ্যুৎচালিত লাইটটি দীর্ঘদিন আগে রাতের আঁধারে হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। সরকারি বরাদ্দে স্থাপিত এই লাইটটি শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোর উৎস। কে বা কারা এই লাইটটি সরিয়ে নিয়েছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর মতে, চুরির ঘটনার পর এত বছর পার হলেও কোনো তদন্ত বা পুনরুদ্ধারের উদ্যোগ দেখা যায়নি। এ নিয়ে সাবেক স্কুল কমিটির দায়িত্বহীনতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন।

বিশেষ করে সন্ধ্যা সময়ে শিক্ষার্থীরা যখন বোর্ডিং বা প্রাইভেট শিক্ষকের বাসায় যাতায়াত করে, তখন আলো না থাকায় তাদেরকে পড়তে হয় মারাত্মক সমস্যায়। রাস্তা অন্ধকার থাকায় দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও থেকেই যায়। অভিভাবকরাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বর্তমান কমিটি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে। অনেকেই আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে হয়তো এ সমস্যার সমাধান হবে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও আলোচনার ঝড় উঠেছে।
বিষয়টি নিয়ে আমাদের অনুসন্ধান চলমান।
আপনাদের জানাতে আমরা আবারও হাজির হবো বিস্তারিত তথ্য ও অপ্রকাশিত দিক নিয়ে।