Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটায় পাওনা টাকা চাওয়ার বৃদ্ধাক হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা।

নিজস্ব প্রতিবেদক:-
মে ১৩, ২০২৫ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাথরঘাটা থানাধীন লেমুয়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় শাহ জাহান (৬৩) নামের এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শাহ জাহান পাথরঘাটা থানাধীন লেমুয়া গ্রামের মৃত সুলতান হাওলাদার এর ছেলে।

গত শনিবার সন্ধ্যা সাতটায় কাকচিড়া বাজার থেকে আলী নামের এক অটোচালক কে দিয়ে ডেকে নিয়ে মারধর করে। পরে ঘটনার পরের দিন স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে গুরুতর আহত শাহজাহানের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করে।

আহত  সূত্রে জানাগেছে আহত শাহজাহান  তার বাড়ির পার্শ্ববর্তী সাইদুল ও লিপি বেগমকে ১ লক্ষ ৬০ হাজার টাকা বিদেশে যাওয়ার জন্য ধার দেয়।বেশ কিছুদিন হলো টাকা ধার দেওয়ার পরে সেই টাকা ফেরত দেয় না সাইদুল ও লিপি। এনিয়ে স্থানীয় মেম্বার এর কাছে সালিশ মীমাংসার কথা জানালে ক্ষিপ্ত হয় সাইদুল। তার ভাতিজা আব্দুল্লাহ ও আব্দুল্লাহর  বন্ধু ইসমাইল ও বাবুসহ অজ্ঞত চার পাঁচ জন লেমুয়া বাজারের পাশে আলীকে দিয়ে ডেকে নিয়ে লোহার রড ও হাতুরি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় শাহজাহানের কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় আব্দুল্লাহ ও ইসমাইল ও বাবুসহ অজ্ঞাত লোকজনেরা।বর্তমানে আহত শাহ জাহান শেবাচিমের সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এদিকে মারধরের পর আহত শাহ জাহানকে মামলা না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে আব্দুল্লাহ ও তার সাঙ্গো পাঙ্গরা।  এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।