Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নিয়ামতপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ।

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধিঃ-
মে ১৩, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর নিয়ামতপুরে জীবিত নবজাতককে মৃত ঘোষণা করায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে নিয়ামতপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এবং ডাক্তার রুহুল আমিনের বিরুদ্ধে।

এ ঘটনায় নিয়ামতপুর উপজেলায় টপ আফ দ্যা টাউনে পরিণত হয়েছে ।

জানা গেছে, গত ৯ মে শুক্রবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোপাল চক হটাতপাড়া এলাকায় ৫ মাসের অন্তঃসত্ত্বা নাজমা বেগমের (২৮) রক্তক্ষরণ শুরু হলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। ক্লিনিকের মালিক প্রথমে জানায়, তার পেটের শিশুটি মারা গেছে এবং দ্রুত সিজার অপারেশন করার পরামর্শ দেয়।
তাড়াহুড়ো করে অপারেশন করার জন্য অনুমতি দেন প্রসূতির বাবা-মা।

এ সময় ক্লিনিকের চিকিৎসক ডা. রুহুল আমিন ৫ টার দিকে অপারেশন শুরু করেন। অপারেশনের পর নবজাতককে মৃত ঘোষণা করে একটি কার্টুনে ভরে ক্লিনিক কর্তৃপক্ষকে দিয়ে দেন। রাত ৮ টার দিকে মৃত নবজাতক পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

কিন্তু, দাফনের প্রস্তুতির সময় পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে নবজাতক নড়াচড়া করছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে শিশুটির প্রাণ আছে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নাজমা বেগম বলেন, ‘ক্লিনিক কর্তৃপক্ষের তাড়াহুড়ার কারণে অপারেশন করা হয়েছিল। শিশুটি মারা গেছে বলে আমাদের জানানো হয়। কিন্তু দাফন করতে গিয়ে শিশুটি নড়ে ওঠে। আমরা খুব অসহায়। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ বলেন, ‘এ ধরনের অপারেশন ক্লিনিকে করা ঠিক হয়নি। । এ বিষয়ে আমার কাছে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, ‘যদি অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘নবজাতককে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’
নওগাঁ #