Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরের ধরমন্ডলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া।

Link Copied!

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা এবং নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের কৃতি সন্তান প্রখ্যাত চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি’র নব-গঠিত কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় ধরমন্ডল গ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার ধরমন্ডলে
বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য ঘোষিত বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নব নির্বাচিত কমিটির সহ সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী।

ধরমন্ডল ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী মজনু এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান,ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক আনোয়ার উদ্দিন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম।
উপস্থিত ছিলেন ধরমন্ডল ইউনিয়ন
বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির
যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বেচ্ছাসসেবক বিষয়ক সম্পাদক মো. আলমগীর মিয়া,
নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলম মিয়া প্রমুখ।
এছাড়াও ধরমন্ডল ইউনিয়নের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।