Crime News tv 24
ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় কিশোরকে কুপিয়ে হত্যা।

নিজস্ব প্রতিনিধি:
মে ১২, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরি গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সি এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ১২ মে দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছে।

নিহত রিশাদ আলি দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায় ঐদিন দুপুর আড়াইটার দিকে ছয়ঘরি গ্রামের কাজি পাড়ায় রাস্তারপাশে মোঃ বাইতুল্লার ছেলে মোঃ হযরত আলির সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিশাদ আলি এর সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোঃ হযরত আলির হাতের হাসুয়া দিয়ে রিশাদ আলিকে গলায় কোপ মেরে হত্যা করে পালিয়ে যায়।

গ্রামবাসি সাংবাদিকদের জানান মোঃ হযরত আলি একজন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান মার্ডার হওয়ার কথা শুনেছি। পুলিশ কাজ করছে। তদন্ত ছাড়া কিছু বলা যাবেনা।