ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান ও তার স্ত্রী রিয়া খাতুনের মোবাইল ফোন হ্যাক করেছে দুর্বৃত্তরা, মোবাইলে ব্যাংক এ্যাকাউন্ট লগিং করা থাকায় সেখান থেকে একাধিক বার অর্থ উত্তোলনের চেষ্টা করা হয়েছে।
এছাড়াও দির্ঘদিন ধরে র্থাডপার্টি এ্যপ্লিকেশনের মাধ্যমে তৃতীয় পক্ষ তাদের দুই জনার মোবাইলের ক্যামেরা, লোকেশন, অডিও,গ্যালারীসহ সবকিছুই মনিটরিং করছে।এবিষয়ে ব্যাংক এ্যাকাউন্ট ও জি মেইলের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারার পরে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এবিষয়ে মেহেদী হাসান সাংবাদিকদের জানান,আমার মোবাইল ফোন হ্যাক করে আমার ব্যাবসায়ীক অনেক তথ্য নষ্ট করেছে হ্যাকার’রা আমার হুয়াটসআপ, সোসাল মিডিয়া ও ব্যাংক এ্যকাউন্টে ঢুকে টাকা তোলার চেষ্টা করা হয়,হুয়াটসআপে অনেক ব্যবসায়ীক লেনদেন কথাবার্তা হয় তিন্তু তৃতীয় পক্ষ নজরদারি ও তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্যে আমার ব্যবসার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
আমি ঝিনাইদহের সদর থানায় বিস্তারিত লিখিত অভিযোগ দিলেও এখনো তার কোনো সুরাহা হয়নি। আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট সহযোগীতা কামনা করছি,অনতিবিলম্বে হ্যাকার’কে গ্রেফতার করা হোক।