মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নের গরুর হাটের ইজারা প্রক্রিয়া নিয়ে চরম অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, ইজারার মেয়াদ শেষ হওয়ার পর নতুন দরপত্র আহ্বান না করে দখলদার ও চাঁদাবাজদের মাধ্যমে হাটের রাজস্ব আদায় করা হচ্ছে।
সূত্র জানায়, টেংরাবাজার গরুর হাটের সর্বশেষ ইজারার মেয়াদ শেষ হয় ১৪ এপ্রিল ২০২৫ তারিখে। এরপর থেকে হাটটি চলছে ‘খাস কালেকশন’ পদ্ধতিতে।
তবে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো কর্মচারী বা জনপ্রতিনিধির মাধ্যমে এ আদায় না করে বেসরকারি কিছু লোক দিয়ে অর্থ সংগ্রহ করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
এ বিষয়ে সরেজমিনে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে ইউএনও আফরোজা হাবিব শাপলাকে পাওয়া যায়নি।
তবে নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, “ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আপাতত খাস কালেকশনের মাধ্যমে আদায় করা হচ্ছে।
তবে কারা আদায় করছে বা কোন প্রক্রিয়ায়, সে সম্পর্কে আমার জানা নেই।” এরপর তিনি আর কোনো বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, প্রশাসনের নিয়মিত উপস্থিতি ও সুষ্ঠু দরপত্র প্রক্রিয়া না থাকায় প্রভাবশালী একটি মহল জড়িত রয়েছে। এতে একদিকে সরকার বঞ্চিত হচ্ছে প্রকৃত রাজস্ব থেকে, অন্যদিকে ব্যবসায়ীদের গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা।
এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা দরপত্র আহ্বান না করায় অংশ গ্রহণ করতে পারছেন না।
এ নিয়ে ব্যবসায়ী মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত নতুন দরপত্র আহ্বান ও হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।