তাছলিমা আক্তার বললেন
আমরা তো ভাই কাজের কাজি
বাংলাদেশের রতন ,
গতর খাটিয়ে কাজ করি সবাই
বিজয়ী যুদ্ধার মতন ।
কাজে আমাদের লাজলজ্জা নেই
কেউ ভাবি না ছোট ,
সবাই সবাইকে সম্মান করি কভু
কাউকে করিনা খাটো ।
আমাদের আছে সৎ সাহস আর
গতর খাটা ঘাম ,
বিশ্ব বাজারে সবচেয়ে দামী রত্ন
শ্রমিক মোদের নাম।
নিজের হাতে দালান গড়ি আর
যত্নে ফলাই ফসল ,
এই হাতে মোর অস্ত্র বানাই
এই হাতে মোর বল ।
সরল মনে কাজ করি মোরা
হইনা কভু গাফেল ,
আমাদের আছে আত্ম মর্যাদা
সত্য মনোবল ।