Crime News tv 24
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আমুয়ায় মৃত গরু জবাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে দেওয়ায় হামলার শিকার রাসেল, গ্রামবাসীর সুষ্ঠু তদন্তের দাবি

admin
এপ্রিল ৩০, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
কুমিল্লার লালমাই উপজেলার আমুয়া গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে মৃত গরু জবাই ও তা ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রচারের ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনার জেরে রাসেল নামের এক যুবকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে আমুয়া গ্রামের বাসিন্দা কালাম একটি মৃত গরু জবাই করে সেটির মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুতি নেন। বিষয়টি চোখে পড়ে স্থানীয় যুবক রাসেলের, যিনি ওই ঘটনার একটি ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) বিকেলে রাসেলের উপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে কালামের ভাইয়ের কাসেম (৩০)এর বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, রাসেলকে রাস্তায় একা পেয়ে তার উপর লাঠি ও লোহার রড দিয়ে আক্রমণ চালানো হয়। হামলায় রাসেল গুরুতর আহত হন এবং তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ঘটনার পর আমুয়া গ্রামের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। অনেকেই অভিযোগ করেন, মৃত গরুর মাংস বিক্রির মতো জঘন্য কাজ ধামাচাপা দিতেই রাসেলের উপর এই হামলা চালানো হয়েছে।

গ্রামবাসীর পক্ষ থেকে লালমাই উপজেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে, যেন দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।