Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রাউজানে উপজেলায় বাইক দুর্ঘটনায় হবু স্বামী-স্ত্রীর মৃত্যু।

এম এস শ্রাবন মাহমুদ স্টাফ রিপোর্টার।
এপ্রিল ২৫, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাঙ্গুনিয়ার ছেলে জোনায়েদ সিকদারের সাথে হাটহাজারীর মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক তৈরি হয়। উভয় পরিবার মেনে নিয়ে শনিবার বিয়ের তারিখ ধার্য করার কথা ছিলো। বর জোনায়েদের সিদ্ধান্ত ছিল বিয়ে শেষে প্রবাসে চলে যাবেন।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে রাঙ্গুনিয়ার ছেলে, হাটহাজারীর মেয়ে দুইজনের প্রেমের সমাপ্তি ঘটেছে রাউজানে।  বৃহস্পতিবার (২৪ এপ্রিল)২৫ খ্রিঃ
সকালে হবু স্বামী-স্ত্রী বাইকে করে ঘুরতে বের হয়েছিলেন, বিকেল প্রায় ৪ঘটিকার সময় মিমকে তার বাড়ি পৌছে দেওয়ার সময় রাউজানের গহিরা বটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাদের গহিরা জেকে মেমোরিয়াল হসপিটালে নিয়ে যাওয়া হয়।

সেখানে থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলেই তারা মারা যান।  সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাইকের সংঘর্ষে জোনায়েদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মুসলিম সিকদার। অন্যদিকে প্রেমের সম্পর্ক, পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়া এবং ঘুরতে বের হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মিমের বড় ভাই মুক্তার।

জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রাজাভবন এলাকার মোঃ আকবর সিকদারের(২০বছর) বয়সী ছেলে মোঃ জুনায়েদ হোসেন সিকদারের সাথে হাটহজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ উল্লাহর (১৭ বছর) বয়সী মেয়ে মোরশেদা জাহান মিমের প্রেমের সম্পর্ক ছিল।
গত (১৫দিন) আগে পারিবারিকভাবে মেনে নিয়ে বিবাহ ঠিক করার কথা ছিল আগামী শনিবার।

এরমধ্যে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুইজনেই মারা যান।
এক ভাই দুইবোনের মধ্যে মিম ছিল দ্বিতীয়।
রাউজানে সড়ক দুর্ঘটনায় দুটি প্রাণহানির ঘটনা ঘটলেও দুর্ঘনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।