Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রামপালে কিশোর আহতের ঘটনায় মামলা হয়নি

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
এপ্রিল ২৫, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে কিশোরকে কুপিয়ে আহতের ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও থানায় মামলা হয়নি। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা রামপাল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন।

উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মো. মাসুম মোল্লা লিখিত অভিযোগে জানান, তাদের সাথে প্রতিপক্ষ একই গ্রামের রেজাউল শেখ, কামরুল শেখ, আসাদ শেখ, বাঁধন ফকির, আলভি মীর, হামিম মোছাল্লি, ফরহাদ শেখ, আব্দুল্লাহ বয়াতি ও মোজাহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ইং ১৪ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫ টার সময় পার্শবর্তী বড় কাটালি ব্রীজের পূর্ব পাশ দিয়ে তার ছেলে ইব্রাহীম মোল্লা (১৭) যাচ্ছিল। ওই সময় উল্লেখিত প্রতিপক্ষ রেজাউলের হুকুমে বাঁধন ফকির ছোরা দিয়ে হত্যার উদ্যেশ্যে মাথায় কোপ দেয়। ইব্রাহীম সরে গেলে কোপ তার মুখে লাগে। এতে সে গুরুতর আহত হয়। এরপরে অন্যরা লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে আহত করে। পরে তারা ইব্রাহীমের পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু কি কারণে মামলা হচ্ছে না তা তারা বুঝতে পারছেন না। রামপাল থানার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমারের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা ঘটেছে, কিন্তু উপযুক্ত স্বাক্ষী পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের কেউ ঘটনার বিষয়ে বলতে পারছে না। যে কারণে ব্যাবস্থা নিতে বিলম্ব হচ্ছে। ভুক্তভোগীরা রামপাল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন।