Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে অটোরিক্সা চালককে আহত করে অটোরিক্সা ছিনতাই।। ছিনতাইকারী আটক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
এপ্রিল ২২, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের মধুপুরে অটোরিক্সা চালককে আহত করে অটোরিক্সা ছিনতাই। ছিনতাইকারীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ । ঘটনাটি ঘটেছে মধুপুর টাঙ্গাইল আঞ্চলিক মহা সড়কের মধুপুর পৌরসভাধীন মালাউড়ী নামক স্থানে।

মধুপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২১এপ্রিল) রাত ২টার দিকে মধুপুর নতুন বাজার এলাকা থেকে যাত্রী বেশে মধুপুর পৌরসভাধীন কাঁঠালতলী এলাকার মৃত বছির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম(রশিদ) পুন্ডুরা উত্তরপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে দুলাল মিয়া (৬০) এর ব্যাটারী চালিত রিক্সা ভাড়া নিয়ে মালাউড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়। অটোরিকশাটি নিয়ে চালক দুলাল মিয়া মালাউড়ী নামক স্থানে পৌঁছালে রবিউল ইসলামের কাছে লুকানো থাকা ভারী লোহার রড দিয়ে পিছন দিক থেকে মাথায় আঘাত করলে চালক দুলাল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে পড়ে গেলে রড দিয়ে আরও আঘাত করে রক্তাক্ত জখম করে রিক্সা নিয়ে রবিউল পালিয়ে যায়।
দুলাল মিয়ার ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মধুপুর থানার ওসি তদন্ত রাসেল আহমেদ এর সাথে কথা বললে তিনি জানান, অটোরিকশা ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম ও ওসি তদন্ত রাসেল আহমেদ আশপাশের বিভিন্ন থানায় ঘটনাটি অবগত করেন। অটোরিক্সা ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধারের জোর তৎপরতা চালায় বলেও তিনি জানান। পরবর্তীতে সখিপুর বাজার থেকে রাতেই রিক্সাসহ ছিনতাইকারী রবিউলকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে।

এবিষয়ে ওসি তদন্ত রাসেল আহমেদ আরও জানান, ছিনতাইকারী রবিউলের বিরুদ্ধে আহত দুলালের ছেলে মোঃ লিটন মিয়া বাদী হয়ে আজ দুপুরে থানায় একটি মামলা করেছে। আসামীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত আইনের ৪ ধারায় মামলা নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।