দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, কেন্দ্রীয় নাগরিক পার্টির যুগ্ন মুখ্য সমনায়ক আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক ডা. মনিরুজ্জামান, কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক পার্টির মো. সম্রাট, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল, তদন্ত ওসি মোঃ আল মামুন। অতিথিরা বলেন আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই। আমরা ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভ তৈরি করতে চাই। যতক্ষণ পর্যন্ত সমাজের বিভিন্ন বৈষম্য দূর করতে না পারবো ততক্ষণ আমাদের লড়াই চলবে। ফুলবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্টি ( NCP) সমনায়ক মো. ইমরান চৌধুরী ( নিসাদ) সদস্য মো. জাকির হোসেন, সদস্য মো. আমিনুল ইসলাম, ফুলবাড়ীর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক, প্রবীণ সাংবাদিক, সাবেক কাউন্সিলর, মো. আতাউর রহমান হিটলার, ফুলবাড়ী মহিলা কলেজের প্রভাষক দৈনিক সমকালের প্রতিনিধি মো. আজিজুল হক, ফুলবাড়ী রিপোর্ট তথ্য প্রচার সম্পাদক মো. মোরসালিন ইসলামসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।