Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় স্টাডি ট্যুরে ৪১ ও ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ এএসপি’দের আগমন।

এম জালাল উদ্দীন:খুলনা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

৪১ ও ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ স্টাডি ট্যুরে খুলনা জেলায় আগমন করেছেন। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই স্টাডি ট্যুর উপলক্ষে খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন শিক্ষানবিশ কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে খুলনা জেলা ও জেলা পুলিশের ইতিহাস, সাংগঠনিক কাঠামো, ডিএসবি ও ডিবির কার্যক্রম, থানা-ফাঁড়ি ও ক্যাম্পের কার্যক্রম, পুলিশের ডিজিটাল সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পাশাপাশি খুলনা জেলার দর্শনীয় স্থানসমূহ সম্পর্কেও ব্রিফ প্রদান করা হয়, যাতে শিক্ষানবিশ কর্মকর্তারা বাস্তবমুখী ধারণা অর্জন করতে পারেন।

পুলিশ সুপার তাঁর শুভেচ্ছা বক্তব্যে শিক্ষানবিশ এএসপি’দের এ সফরকে পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য কাজে লাগানোর আহ্বান জানান। তিনি ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের প্রস্তুত হতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) বিপিএ সারদা, রাজশাহী ইমতিয়াজ মাহবুব; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী; অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান; অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম।