আর মাত্র ২ দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে পূজা। উৎসবকে ঘিরে গাইবান্ধা জুড়ে বইছে আনন্দের হাওয়া।
শহরের ভি এইচ রোড কালী মন্দিরে এক অন্যরকম দৃশ্য। প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড়ে। দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমায় রঙের পরশ পড়তেই যেন প্রাণ ফিরে পেয়েছে মূর্তিগুলো। দূর থেকে ভেসে আসছিল ঢাক-ঢোলের শব্দ, চারপাশে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।
জেলা পূজা উদযাপন পরিষদ জানায়, এ বছর গাইবান্ধা জেলায় ৫৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা আর আলোকসজ্জার প্রস্তুতি।
প্রতিমা গড়ার কাজে নিয়োজিত এক শিল্পী জানান, দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করেছি। এখন রঙের কাজ শেষ হলেই প্রতিমাগুলো দেবীর আগমনের জন্য প্রস্তুত হবে।
ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবী দুর্গার আগমনের জন্য। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী দুর্গার পূজা-অর্চনার মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় কামনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
এদিকে পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাইবান্ধার প্রতিটি পূজামণ্ডপে এখন শুধু প্রতীক্ষাঢাকের বাজনা আর উলুধ্বনির মধ্য দিয়ে মহামায়ার আগমনী ঘোষণা শোনার।