Crime News tv 24
ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় পুরুষ্কার বিতরণ

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

এম জালাল উদ্দীন,পাইকগাছা

(খুলনা) প্রতিনিধি:-

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য’র আলোকে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে পাইকগাছায় উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন।

সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা রণজিৎ বাবু, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা সিএ আব্দুল বারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় উদ্ভাবনী ধারণা প্রতিযোগিতায় উপজেলার মোট ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন। এর মধ্যে প্রথম স্থান অধিকার করেন পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়, ২য় কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করেন লক্ষীখোলা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।