Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টায় কৃষক লীগ নেতা আটক

রুবেল মিয়া, নিজস্ব প্রতিবেদক; কুড়িগ্রাম
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক আনিছুল ইসলাম ওরফে আনেছ (৫৫)কে গ্রেপ্তার করেছে পলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় আনিছুল ইসলাম ওরফে আনেছকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আনিছুল ইসলাম উপজেলা কৃষকলীগের সাবেক সাধারন সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।