Crime News tv 24
ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় অপারেশন ডেভিল হান্টে নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি আটক-০১

পাইকগাছা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে থানা পুলিশের অভিযানে নাশকতা ও বিস্ফোরক মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ওসি মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনা এসআই অমিত দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সারারাত অভিযান পরিচালনার মধ্যে দিয়ে শনিবার সকালে লস্কর ইউনিয়নের চৌকিদার মোড় থেকে লস্কর গ্রামের আমিন উদ্দিনের ছেলে জাকির হোসেন সানাকে আটক করেন। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত দেবনাথ জানান, ২০২০ সালে ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে আসার সংবাদ পেয়ে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ১০ টি মোটর সাইকেল ও মাইক্রবাসযোগে পৌর সদরের টাউন স্কুল এর সামনে আসলে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে। এ ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ ও আরও ৫০-৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগস্ট থানায় মামলা করেন। মামলা নং- ১৪। এ মামলার ৬৯ নং আসামি জাকির সানাকে আটক আটক করা হয়েছে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে থানা পুলিশ নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি জাকির সানাকে আটক করেছে। আটককৃত আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।