ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন,গাজীপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামেরএক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
তাঁর দাদা মরহুম করিম বক্স ছিলেন গ্রামের প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক, যিনি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।বাবা মরহুম আব্দুল হেকিম বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের (ক্যাডার নং ১৬১২৬) এই মেধাবী কর্মকর্তা দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০২১ সালের ৭ মার্চ সিনিয়র সহকারী কমিশনার থেকে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২১ অক্টোবর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে যোগদান করেন।
বর্তমানে তিনি নান্দাইল পৌরসভার চন্ডীপাশা আবাসিক এলাকার স্থায়ী বাসিন্দা। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন গর্বিত প্রাক্তন ছাত্র। তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগে নিজ গ্রাম ও ইউনিয়নসহ সমগ্র নান্দাইলবাসীর আনন্দিত ও গর্বিত।

