Crime News tv 24
ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):-
নভেম্বর ৯, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল ৪০নং ওয়ার্ড খোরাইদ জয়নগর সাপুড়ে পট্টি এলাকায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রোববার এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী মীম আক্তারকে এলাকাবাসী আটক করে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আহত স্বামী আকাশ (২৫) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত আকাশ গাজীপুর মহানগরীর পূবাইল থানা খোরাইদ জয়নগর এলাকার তোতা মিয়ার ছেলে। আটক মীম আক্তার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগ দিঘলিয়া গ্রামের রাসেল মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টার দিকে ঘুমন্ত অবস্থায় দ্বিতীয় স্ত্রী মীম আক্তার ধারালো ব্লেড দিয়ে স্বামী আকাশের পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেন। এতে শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও আকাশ গুরুতর জখম হন ।

আকাশের পরিবার জানায়, মীম আকাশের দ্বিতীয় স্ত্রী। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই মীম সন্দেহ করতেন যে আকাশ তার প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। এই সন্দেহ থেকেই মীম এমন ঘটনা ঘটান। ঘটনাস্থল থেকে মীম আক্তারকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন ।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বললেন
অভিযুক্ত মিম আক্তারকে থানায় আনা হয়েছে লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।