আমার বাংলাদেশ পার্টির (এবি) প্রাথমিকভাবে ও প্রথম পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সকল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) সংসদীয় আসন থেকে মনোনীত প্রার্থী আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী জেলা ও মহানগরের সমন্বয়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, সমাজসেবক, কবি ও রাজনীতিবিদ, গোদাগাড়ী উপজেলার কৃতি সন্তান অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীকে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়ন পেয়ে অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী জানান- আমার বাংলাদেশ পার্টি (এবি) থেকে আমি মনোনয়ন পেয়েছি। আমি গোদাগাড়ী-তানোর বাসীর নিকট আমি দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তারুণ্য নির্ভর ও পরিবর্তনের রাজনীতি হচ্ছে এবি পার্টির রাজনীতি। দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের রাজনীতি দেখে আসছি। কোন নতুনত্ব জাতি দেখেনি। আমার সংসদীয় আসন রাজশাহী-১ এ তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি আপনাদের সন্তান।বিভিন্ন এলাকায় পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছি।রাজশাহী-১ আসনে পরিবর্তনের জন্য শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন।

