Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ।

admin
অক্টোবর ২১, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

 

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-

মাগুরায় যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২১ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব কল্যাণ তহবিল হতে ২০২৪-২০২৫ অর্থ বছরের মাগুরা জেলার নির্বাচিত যুব সংগঠনের অনুকূলে অনুদানের চেক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক,মোঃ অহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন যে, “সরকারের উন্নয়ন অভিযাত্রায় তরুণ সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব কল্যাণ তহবিল হতে প্রদত্ত এ অনুদান যুব সংগঠনগুলোকে আরো সক্রিয় ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্যোক্তা মনোভাব এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি নির্বাচিত যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং তাদেরকে সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার আহ্বান জানান।