Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
অক্টোবর ২১, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ বিভাগের সকল বিভাগীয় দপ্তরের কার্যধারার অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি জানতে আজ ২১ অক্টোবর মঙ্গলবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগীয় সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সঞ্চালনায় ময়ময়সিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগের অন্তর্গত চার জেলার জেলা প্রশাসক, বিভাগীয় অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মশা নিধনে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম, যানজট ও পার্কিং সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ, অবৈধ অটো রিকশা উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও জয়নুল আবেদিন পার্কে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনসার নিয়োগ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ময়মনসিংহে গত সেপ্টেম্বরে ৫৯৯জন এবং ২০ অক্টোবর পর্যন্ত ৬৭১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। নগরীর বাউন্ডারি রোড, জিলা স্কুল এবং তার আশেপাশের এলাকা ডেঙ্গুর হটস্পট। এ বছর ডেঙ্গু রোগে ময়মনসিংহে ০৯ জন মারা গেছে। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও পর্যাপ্ত স্যালাইন মজুত এবং পূর্বে ডেঙ্গু টেস্ট ফি যেটা ৫০ টাকা ছিল, দুই মাসের জন্য সেটা ফ্রী বলে জানান তিনি।

স্থানীয় সরকারের উপপরিচালক জানান, বাউন্ডারি রোড ও তৎসংলগ্ন এলাকা ডেঙ্গুর হটস্পট ঘোষণা এবং সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

সড়ক ও জনপদ বিভাগ জানান, ভালুকা মাস্টারবাড়ী ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের কাজ চলমান রয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, প্লাস্টিকের বিকল্প পণ্য প্রদর্শনী মেলা চলে। অবৈধ ইটভাটা নির্মূলেও কাজ করে যাচ্ছে তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান, লক্ষ্যমাত্রার চেয়ে অধিক মাত্রায় ধান চাষ হয়েছে। এছাড়াও সরিষা আবাদ বৃদ্ধি, ভুট্টার চাষ এ বিভাগে উল্লেখযোগ্য হারে বেড়েছে। তারা এখন নিরাপদ খাদ্য উৎপাদন এবং ভালো কৃষি অনুশীলন পদ্ধতির দিকে যাচ্ছে।

প্রাসঙ্গিক বিষয়ে সভাপতি বলেন, ডেঙ্গু নির্মূলে সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৩টি ওয়ার্ডে এবং হটস্পটে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, দরিদ্র পরিবারকে মশারী প্রদান করা হবে। টাইফয়েড টিকার টিসিভি ভ্যাক্সিন শতভাগ নিরাপদ ও কার্যকর। এ ব্যাপারে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকতে হবে। অবৈধ ইটভাটা সতর্কতার সহিত নির্মূল করতে হবে।

সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, সুন্দর ও ফলপ্রসূ আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস উঠে এসেছে। সভায় সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ কার্য সম্পাদনে নির্দেশনা দেন এবং সুন্দর সমন্বয়ের মাধ্যমে ময়মনসিংহ নগরীকে একটা নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।