জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মাগুরার শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল। সোমবার ২০ অক্টোবর দুপুরে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি ডিগ্রি কলেজের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ লিমন খাঁন, যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহান বিশ্বাস, সহ-সভাপতি খন্দকার আল আমিন শীতল, সহ-সভাপতি তিতাস হাসান মাহমুদ, সহ-সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল সালেকিম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আয়তুল্লাহ মন্ডল, সাংগঠনিক সম্পাদক তাহসিন সুলতান সানজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মৃদুল মুন্সী, প্রচার সম্পাদক ইলা শেখ, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ, ক্রীড়া সম্পাদক খন্দকার পাভেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাহসিন ইসলাম সহ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দরা।
সমাবেশে বক্তারা জবি ছাত্রদল নেতা যুবায়েদ হোসেন হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনাসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।