Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনা ডিসি ফুডের বিরুদ্ধে মিথ‍্যা ও ষড়যন্ত্র করার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত।

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
অক্টোবর ২০, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

গত ১৯ অক্টোবর  সকাল ১০ টায় সাবেক ফ‍্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের দোষর এবং সাবেক ওএমএস ডিলারা কক্তৃক খুলনা জেলা খাদ‍্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মোহাম্মাদ তানভীর হোসেন এর বিরুদ্ধে মিথা ও ভিত্তিহীন অভিযোগ করে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন, প্রতিবাদ সভা এবং স্বারক লিপি প্রদান গত ২০ শে অক্টোবর সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহানগরীর ওএমএস ডিলার ও উপকার ভোগীরা মানববন্ধন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাববন্ধন চলাকালীন ভূক্তভোগীদের একটাই শ্লোগান আওয়ামীগ দোসর ডিলার-চাইনা,চাইনা নতুন ডিসি ফুডের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র-মানিনা,মানবো না এমন ভাবে তারা প্রতিবাদ শ্লোগান করতে থাকে। এসময় হাজার হাজার নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।


‎‎সভায় বক্তারা বলেন, বিভিন্ন ডিলার পয়েন্টগুলো এই নতুন ডিসিফুড

স‍্যারের পরিদর্শনের জন‍্য আমরা সকলে সঠিক ভাবে ওএমএস এর চাল-আঠা পাচ্ছি এবং তার বিরুদ্ধে মিথ‍্যা অভিযোগের প্রতিবাদ জানাই। মানববন্ধনে মহানগরীর ওএমএস এর ডিলাররা বলেন,ফ‍্যাসিষ্ট আওয়ামীলীগের দোশররা বাতিলকৃত কিছু সংখ‍্যক ডিলার নবাগত ডিসিফুডের বিরুদ্ধে মিথা অভিযোগ করায়,তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

‎মানববন্ধনে যে সকল ডিলারগণ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন তারা হলেন,২নং ওয়ার্ডে মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ মালিক আরমান শিকদার সেন্টু,৩নং ওয়ার্ডে মেসার্স রওশন এন্টারপ্রাইজ মালিক শেখ রওশন মুস্তাফিক (নয়ন),৪ নং ওয়ার্ডে মেসার্স এস এম ট্রেডার্স মালিক গোলাম সামদানী,৫ নং ওয়ার্ডে

মেসার্স মনিরা কনস্ট্রাকশন মালিক ও ডিলার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন,৬নং ওয়ার্ডে মেসার্স মনোয়ারা এন্টারপ্রাইজের মালিক শেখ আলী আকবর (সাবু),৮ নং ওয়ার্ডে মেসার্স নাজমুল ট্রেডার্স মালিক সেলিম রেজা,১৩ নং ওয়ার্ডে শহীদ ট্রেডার্স মালিক শহিদুল ইসলাম,১৪ নং ওয়ার্ডে মেসার্স সুলতান এন্ড সায়মইয়ান এন্টারপ্রাইজ মালিক ও বিএনপি নেতা সেলিম আহম্মেদ,

১৬ নং ওয়ার্ডে মেসার্স বিউটি ট্রেডার্স মালিক মোঃ হাসান,২১ নং ওয়ার্ডে মেসার্স কনিকা এন্টারপ্রাইজ মালিক বিদ‍্যুৎ রায়,২২নং ওয়ার্ডে মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ মালিক খালিদ হোসেন রাজন,২৩ নং ওয়ার্ডে মেসার্স কাশফিয়া এন্টারপ্রাইজ মালিক মোঃ গোলাম মোর্শেদ,২৮ নং ওয়ার্ডে মেসার্স হাবিব এন্টারপ্রাইজ মালিক হাবিবুর রহমান,

২৯ নং ওয়ার্ডে মেসার্স মেহেরুননেছা এন্টারপ্রাইজ মালিক মাহবুবুর রহমান,এবং জামিলা বেগম,৩০ নং ওয়ার্ডে মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজ মালিক মোঃ স্বপন,৩১নং ওয়ার্ডে মেসার্স ইসমাইল ট্রেডার্স মালিক মোঃ ইসমাইল। উক্ত মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্বারক লিপি জমাদানের নেতৃত্ব দেন খুলনা মহানগরীর ওএমএস ডিলার এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ খবির হোসেন।