Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মাদক উদ্ধার / আটক-০৫ বাংলাদেশি।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
অক্টোবর ২০, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার করেছে বিজিবি। পৃথক অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাজাপুর গ্রামের পাশে সামসুল মণ্ডলের আমবাগানে অভিযান চালিয়ে ২৯৫ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে উথুলী বিওপি এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭০০ পিস ভায়াগ্রা উদ্ধার করে বিজিবি।

অন্যদিকে একই দিনে বিলা সাড়ে ৬টার দিকে মহেশপুরের বাঘাডাংগা বিওপি এলাকার হুদাপাড়া গ্রামের একটি মাঠ থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৫ বাংলাদেশি (পুরুষ ২, নারী ৩) নাগরিককে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।