Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান।

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
অক্টোবর ১৪, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৫ এর সমাপনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৪ অক্টোবর মংগলবার বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আকুয়া সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান এবং বিশেষ অতিথি ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, আমাদের প্রতিটি শিশু যেন এক একটি প্রদীপ, তাদের ভেতরে লুকিয়ে আছে অপরিসীম সম্ভাবনা। এই প্রদীপগুলোকে সযত্নে লালন-পালন করে, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়েই আমরা আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম নির্মাণ করতে পারি।

তিনি আরো বলেন, শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সবাইকে একযোগে কাজ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিশুদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের মতামতকে সম্মান দেওয়া। এই অংশগ্রহণমূলক মনোভাবই গড়ে তুলবে একটি সত্যিকারের শিশুবান্ধব সমাজ।

অনুষ্ঠান শেষে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, সমাজকর্মী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।