সারাদেশের মতো রামপালেও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামপাল উপজেলার বেসরকারি শিক্ষকগণ এ কর্মবিরতি পালন করেন। এতে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা মিলে মোট ৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ কর্মবিরতি পালন করছেন। কর্মসূচি পালনে নেতৃত্ব দিয়েছেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন। নেতৃবৃন্দ জানান, আমাদের দাবি পুরন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় জোটের ঘোষণাকৃত কর্মসূচি পালন অব্যাহত থাকবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি পালন হলেও শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকমহল। তারা সরকারের কাছে দ্রুত সমাধান কামনা করেছেন।