নেত্রকোণার পূর্বধলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলার অবসরপ্রাপ্ত সেনা সংঘের সদস্যদের একটি প্রতিনিধি দল।
মংগলবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন। তাঁরা উপজেলা উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা ও সামাজিক নিরাপত্তা জোরদারে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা ও সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করে বলেন—
আপনাদের অভিজ্ঞতা ও মূল্যবোধ সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পথ দেখাতে পারে। প্রশাসনের প্রতিটি কাজে আপনাদের মতামত ও সহযোগিতা আমরা কামনা করি।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত জুনিয়র কমিশন অফিসার ফজলুল হক,এবং সংগঠনের সাধারণ সম্পাদক,নন কমিশন্ড অফিসার (অবসরপ্রাপ্ত) মোঃ এমদাদুল হক (এমদাদ আর্মি)সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সাক্ষাৎ শেষে কুশল বিনিময় ও স্মৃতিচারণমূলক আলাপের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।