Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তৃণমূলের প্রাণচাঞ্চল্যে মুখর ধনিয়া: জামায়াতের কর্মী সম্মেলনে উন্নয়ন ও আদর্শের অঙ্গীকার।

মোঃ আব্দুর রহমান হেলাল ভোলা প্রতিনিধি:-
অক্টোবর ১০, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ১নং ওয়ার্ড কর্মী সম্মেলন শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে খন্দকারবাড়ি প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড সভাপতি এম. ওবায়দুল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম নাজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় কর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে মাঠ ছিল উপচেপড়া।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু জাহান কবির, ইউনিয়ন আমির মাষ্টার মনির হোসেন, মাওলানা শামসুল আলম এবং ওলামা বিভাগের সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মাওলানা মুহিবুর বহুমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—

> “জামায়াত কোনো ব্যক্তিকেন্দ্রিক দল নয়; এটি জনগণের দল, আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলন। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ন্যায়, সততা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।”

 

তিনি আরও বলেন—

> “জামায়াত সরকারে গেলে জনগণের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে। ৬০ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের দায়িত্ব সরকার বহন করবে, শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় পড়লে সরকার তাদের পাশে দাঁড়াবে। পাশাপাশি ভোলার গ্যাস সম্পদ কাজে লাগিয়ে শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে এবং নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।”

 

বক্তারা বলেন, জামায়াতের শক্তি তৃণমূলের কর্মীরা, যাদের পরিশ্রম ও আদর্শিক দৃঢ়তায় সংগঠন আজ আরও মজবুত ভিত্তি লাভ করেছে।

সম্মেলনে দলের লক্ষ্য ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে সবাই আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের সম্পৃক্ত রাখার শপথ নেন।

রিপোর্টার:
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা, ১০ অক্টোবর ২০২৫
০১৮১৬৫৯৫৫৮১
ছবি সংযুক্ত