পরিবেশ সংরক্ষণ ও সবুজের বিকাশে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে পাইকগাছায় ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বন বিভাগের সহযোগিতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মীতা সোম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইতি রাণী বিশ্বাস, নাজনিন নাহার, শামছুর নাহার রুমা, রেহানা আক্তার, সুচিত্রা অধিকারী, চম্পা মিস্ত্রী, পম্পা চক্রবর্তী, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী মো. নূর আলী মোড়ল, অভিভাবক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে মোট ১ হাজার ৬টি গাছের চারা বিতরণ করা হবে।