Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

স্টাফ রিপোর্টার আকিমুল ইসলাম:-
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলায় জীবননগরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ,বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে প্রথমে কুইজ প্রতিযোগিতা শুরু হয়। পরে পর্যায়ক্রমে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিন গ্রুপে তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদিন উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে জুলাই বিপ্লবের ওপর কুইজ, উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে মাদককে না বলি, সফল জীবন গড়ি, নতুন বাংলাদেশ বির্নিমাণে তারুণ্যের ভাবনার ওপর রচনা, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান।