জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এক গরিব ও অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে পরিবারটিকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়।
সেলাই মেশিনটি প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
এসময় তিনি বলেন,আমাদের সামাজিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের জনগণ একটি আধুনিক ও সমৃদ্ধ জীবন পাবে। আমরা একটি দরিদ্র-ক্ষুধামুক্ত আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, আমদই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ নাহিদুল ইসলাম নাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।