Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন।

‎মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আধুনিকায়ন স্বাস্থ্য সেবা উন্নতি করার লক্ষ্যে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
‎শুক্রবার ১৯ সেপ্টেম্বর-২০২৫ বিকেল ৩টার দিকে এ ভবন উদ্বোধন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি সচিব কামাল উদ্দিন, খুলনা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব ফিরোজ সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজিবুর রহমান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ ও মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান,মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী আমজাদ হোসেন।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভবনটি জেলার মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ। স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এটি হবে নতুন মাইলফলক।
‎এছাড়াও অতিথিরা উল্লেখ করেন, এই হাসপাতাল শুধু চিকিৎসা সেবার কেন্দ্র নয়, বরং দক্ষ মানবসম্পদ তৈরির একটি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কার্যকর ভূমিকা রাখবে।