Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে ধসে পড়েছে আরও একটি ব্রীজ, বাওড় কতৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি এলাকাবাসীর।

স্টাফ রিপোর্টার:-
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলায় জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতের চাপে একের পর এক ভেঙে পড়ছে ব্রীজ। মনোহরপুর, সন্তোষপুর, রাঙ্গিয়ারপোতা ব্রীজের পর এবার ধসে পড়েছে সিংনগর ব্রীজ।এছাড়াও ব্রীজের চারিপাশে ফাটল দেখা দিয়েছে। শুধুমাত্র পায়ে হেটে ও দুই চাকার ছোট যানবাহন নিয়ে চলাচল করছে পথচারীরা। ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রীজের বাকি অংশগুলোও ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই ব্রীজের উপর দিয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত যাতায়াত করে থাকেন।
ব্রীজের ক্ষয়ক্ষতির জন্য সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের দায়ী করে শুক্রবার সকাল ৮ টর সময় মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আহাদ আলী বলেন, ব্রীজটি এই এলাকার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রীজের ওপর দিয়ে সিংনগর গ্রাম ছাড়াও আশপাশের ৮-১০ টি গ্রামের মানুষ যাতায়াত করে থাকেন। এই ব্রীজটি ভেঙে যাওয়ার কারনে হাজার হাজার মানুষ এখন দুর্ভোগে পড়েছেন। কৃষকেরা তাদের কৃষিপণ্য এই ব্রীজের ওপর দিয়ে দর্শনা ও অন্যান্য যায়গায় নিয়ে যায়। ছাত্রছাত্রীরা এখন স্কুলে যেতে পারছে না। ব্যবসায়ীরা তাদের মালামাল আনা নেওয়া করতে পারছেন না।
তিনি আরও বলেন, জীবননগর উপজেলার সিংনগর বাঁওড় কতৃপক্ষ বাওড়ের ভেঙে যাওয়া বাঁধ দ্রুত মেরামত না করায় পানির স্রোতের চাপে ব্রীজগুলো ভেঙে পড়েছে। প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি বাঁওড় কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে মামুন হোসেন বলেন, আমাদের আগে থেকে কোনো সতর্কবার্তা ছাড়া সিংনগর বাঁওড় কতৃপক্ষ বাঁধ খুলে দিয়েছে। এতে করে ব্রীজ ভেঙে যাওয়া ছাড়াও, রাস্তা ধসে পড়েছে ও অনেক বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।
মিরাজ হোসেন নামের আরেকজন বলেন, সিংনগর বাওড় কতৃপক্ষ তাদের নিজেদের লাভের জন্য বাঁধ দেয় ও বাঁধ খুলে দেয়। তারা শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা ভাবে না।
মানববন্ধন অনুষ্ঠানে সিংনগর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। ব্রীজ ও রাস্তা ভেঙ্গে যাওয়ার কারনে গ্রামবাসী প্রশাসনের কাছে সিংনগর মৎস্যজীবী সমিতির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণের দাবি জানান।
প্রসঙ্গতঃ ভারি বৃষ্টিপাতের কারণে জীবননগর উপজেলার সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে পানির প্রবল স্রোতে সোমবার ভেঙেছে ভৈরব নদীর উপর মনোহরপুর গ্রামের একটি ব্রীজ। মঙ্গলবার রাতের কোন এক সময় সন্তোষপুর বাসস্ট্যান্ডের নিকট ব্রীজটি ভেঙে পড়েছে। এরপর বৃহস্পতিবার রাতের কোন এক সময় সিংনগর ব্রীজটির অধিকাংশ যায়গা ধসে পড়েছে। এছাড়া ব্রীজটির একাধিক যায়গায় ফাটল দেখা দিয়েছে।
এর আগে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন হোসেন মনোহরপুর ও সন্তোষপুর ব্রীজ দু’টি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রীজগুলো দ্রুত পুননির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেন।