Crime News tv 24
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় প্রতারণা ও হুমকির অভিযোগে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন।

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারা গ্রামে প্রতারণার শিকার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক প্রবাসী পরিবার।

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মালিয়ারা বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে প্রবাসী মোঃ আলম অভিযোগ করেন সে এবং তার পরিবার নিরাপত্তাহীন এবং হুমকির সম্মুখীন। প্রতারক, ভূমিদস্যু, দালাল, জাল দলিলের জনক আওয়ামী নেতা ইলিয়াছ এবং তার ছেলে তারেক প্রতিনিয়ত আলম এবং তার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। ইলিয়াছ ২০২০ সালে বাড়ির পার্শ্ববর্তী একটি জায়গা রেজিস্ট্রি নিয়ে দিবে বলে আলমের কাছ থেকে কয়েক দফায় ১৫ লক্ষ টাকা গ্রহণ করেন। তার বিনিময়ে বিভিন্ন বেড়াজালে ফেলে প্রতারণার আশ্রয় নিয়ে জায়গা রেজিস্ট্রি করে দেয়।

পরবর্তী সময়ে জায়গাগুলো তাদারকি করতে গিয়ে দেখা যায়, জায়গার ০৩ গুণ বেশি টাকা তার থেকে হাতিয়ে নেয় ইলিয়াছ। ভেজাল জায়গা জাল-জালিয়াতি পূর্বক তার সঙ্গীয় অন্যান্যদেরকে নিয়ে জায়গা রেজিস্টি করে দেয়।

যার কারণে আলম বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ইলিয়াছ এবং তার ছেলে তারেক উক্ত মামলার বিষয় জানতে পেরে আলম এবং তার পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে।

ফলে তিনি পরিবার নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে অভিযোগ করে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ শওকত, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী আহমদ, নেজাম বাপ্পি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

14/09/25
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442