খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী, চন্দনী মহল এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে এক যুবককে গ্রেফতার করেছে।
অভিযান পরিচালনাকালে দিঘলিয়া থানায় এজাহার ভুক্ত হত্যা মামলার আসামি আল আমিন মোল্লা (২৫)
কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫টার দিকে উক্ত অভিযানে দিঘলিয়া থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
স্থানীয় এলাকাবাসী এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করেন।
উল্লেখ্য, বর্তমান সরকাররে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর অভিযান ও টহল অব্যাহত রাখবে।