Crime News tv 24
ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহ সভাপতি সুহানা পারভীন বৈদ্য সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মদক্ষ্য উপস্থিতে আম,সবেদা ও পাতি লেবুর গাছের চারা বিতরণ।

Link Copied!

পরিবেশ দূষণ কমাতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সবুজায়ন বাড়াতে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়।***আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়***স্লোগানে সারা দেশে চলছে জয়নগর এক নম্বর ব্লক সমিতির চারা বিতরণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জয়নগর এক নম্বর ব্লক সমিতির উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।জয়নগর এক নম্বর ব্লক সমিতির সভাপতি মাননীয়া ঋতুপর্ণা বিশ্বাস তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা আমাদের দেশপ্রেমের অংশ।
মঙ্গলবার জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বহড়ুর বিডিও অফিস থেকে জয়নগর এক নম্বর ব্লকের অধীন ১২ টি পঞ্চায়েতের মধ্যে ৬ টি পঞ্চায়েতের আম গাছের চারা, সবেদা গাছের চারা ও পাতি লেবু গাছের চারা তুলে দেওয়া হয়।এদিন এই বিতরণে উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সহকারী সভাপতি সুহানা পারভিন বৈদ্য, জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ শুকুর আলী মোল্লা, কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু মালিক, শিশু নারী উন্নয়ন ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পাপিয়া মন্ডল সহ আরো অনেকে। এদিন এ ব্যাপারে জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস বলেন, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আম গাছের,পাতিলেবু গাছের ও সবেদা গাছের চারা ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রথম দফায় ৬টি পঞ্চায়েতের হাতে তুলে দেওয়া হলো। আগামীকাল আরো বাকি ছয়টি পঞ্চায়েতের হাতে বাকি গাছগুলি তুলে দেওয়া হবে। এবং গাছগুলি পঞ্চায়েত থেকেই এলাকার মানুষের হাতে বিতরণ করা হবে।এদিন রাজাপুর করাবেগ পঞ্চায়েত, উত্তর দুর্গাপুর পঞ্চায়েত, দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েত, জাঙ্গালিয়া পঞ্চায়েত খাকুরদহ পঞ্চায়েত ও ধোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। মোট ৩৬ হাজার গাছের চারা দুদিনে তুলে দেওয়া হচ্ছে ১২ টি পঞ্চায়েতের হাতে।প্রতিটি বুথে ৭৫০টি হিসাবে আমরা চারা তুলে দিচ্ছি।