নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরনে“ এক শহীদ, এক বৃক্ষরোপণ” কমসূচি পালিত হয়েছে। ১৯ জুলাই আত্রাই উপজেলা পরিষদের আয়োজনে সকালে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের শ্রীধর গুড়নই ও সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামের শহীদ ফাহমিন জাফর ও শ্রীধরগুড়নই গ্রামের শহীদ শাখিল আনোয়ারের কবর স্খান পরিদশন করা হয় এবং শহীদদের স্মরণে একটি করে জারুল গাছের চারা রোপন করেন উপজেলা নিবাহী অফিসার (অঃদাঃ) রাকিবুল হাসান।
বৃক্ষরোপণের মাধ্যমে জুলাই- আগষ্ট গণ অভ্যুমত্থানে আত্রাই উপজেলার দুই শহীদ সন্তান ফাহমিন জাফর ও শহীদ শাকিল আনোয়ারের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। পাশা পাশি যারা আহত হয়েছেন তাদের আত্নত্যাগের কথাও এর মধ্যে ফুটে উঠবে বলে বিশ্বাস করেন আহত ছাত্র- জনতা। তারাটিয়া গ্রামের শহীদ ফাহমিন জাফর ও শ্রীধরগুড়নই গ্রামের শহীদ শাখিল আনোয়ারের স্মরণে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবাহী অফিসার(অঃদাঃ) রাকিবুল হাসান, উপজেলা বন কমকতা মোঃ আব্দুল খালেক, উপজেলা যুব উন্নয়ন অফিমার এস এম নাছির উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কমকতা মোঃ মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা পরিষদের কমকতা/ কমচারী বৃন্দ। অনুষ্ঠান মালার আয়োজন জেলা কমিটির সদস্য ফজলে রাব্বী,, শহীদ শাখিল আনোয়ারের পিতা আবেদ আলী, শহীদ শেখ ফাহমিন ঝাফরের পিতা আবু জাফর মাতা কাজী লুলুল মাখমিন সহমাদ্রাসার শি ক্ষক/ ছাত্র-ছাত্রীরা এলাকাবাসী উপস্থিত থেকে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
প্রতিবেদনঃ= কামাল উদ্দিন টগর
ক্যামেরায়ঃ শাহরিয়া আহম্মেদ সাদিক।