আজ ২০জুলাই গোপালগঞ্জের উদীয়মান তরুন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন এর ৪১তম জন্মদিন। তিনি ১৯৮৫ সালের ২০ জুলাই এই দিনে তিনি, গোপালগঞ্জের সদর উপজেলার নবীনবাগ, পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নিজের পৈতৃক বাড়িতে জন্মগ্রহণ করেন।
তার পিতা ঃমৃত আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন মোল্লা, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার দুদক।
তিনি কর্মরত আছেন। গোপালগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক ভোরের বাণীর ভ্রাম্যমান প্রতিনিধি। জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন জেলা প্রতিনিধি , সাপ্তাহিক সুপ্রভাত ঢাকার জেলা প্রতিনিধি, ও কয়েকটি অনলাইনে।
সাংবাদিকতায় তিনি রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা।
অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। সত্যের সন্ধানেরত নির্ভীক সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন ।
সহজ সরল জীবন ও অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রতিবাদী সকলের প্রিয়মুখ সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন ।
আজ তার জন্মদিনে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আরও সহস্র বছর বেঁচে থেকে যেন মহৎ কর্মগুলোকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনাই করি।
তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এ জেড আমিনুজ্জামান রিপন সহ তার সহকর্মীরা এবং তার আত্মীয় বন্ধুবান্ধব পরিচিত সকলে।