কক্সবাজারে এনসিপি সমাবেশে মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পটোয়ারীর বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নীতিনির্ধারক কক্সবাজারের চকরিয়ার সন্তান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে মহেশখালী পৌর যুবদলের বিক্ষোভ সমাবেশ
প্রধান অথিতির বক্তব্য রাখেন, মহেশখালী বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলম । আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ফরিদ মিয়া আরমান, কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি ও মহেশখালী যুবদলের সাবেক সভাপতি মকছুদুল আলম । সঞ্চালনা করেন, পৌর যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু ।
উপস্থিত ছিলেন, মহেশখালী বিএনপির সদস্য আব্দু রহিম, মহেশখালী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আব্দুল হন্নান, আবু তাহের মুন্সি, শাকের উল্লাহ খোকন । পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এহেছানুল উল্লাহ । শামশুল আলম, মোস্তাক, আবু তাহের, ছোট মহেশখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুজিবুল হক, তারেক ও সোহেল রানা প্রমূখ ।